ইউনিভার্সিটি অব অসলোঃ নরওয়ের সেরা বিশ্ববিদ্যালয়

নরওয়ে হচ্ছে ইউরোপের একটি শান্তিপূর্ণ দেশ। শান্তিপূর্ণ দেশগুলোর মধ্যে নরওয়ে অন্যতম। উচ্চশিক্ষায় আগ্রহী শিক্ষার্থীদের পছন্দের তালিকায় থাকে দেশটি। পছন্দের তালিকায় থাকার মুল কারণ হচ্ছে, দেশটির পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে টিউশন ফি নেই। এছাড়াও বিশ্ববিদ্যালয়গুলোর পড়াশোনার মান বেশ ভালো। আপনি যদি নরওয়েতে উচ্চশিক্ষার বিষয়ে আগ্রহী হয়ে থাকেন তবে এই আর্টিকেলটি আপনার জন্যই। কেননা আমি নরওয়ের সেরা বিশ্ববিদ্যালয়য়ের বিস্তারিত তথ্য শেয়ার করার চেষ্টা করব। আপনি যদি নরওয়ের উচ্চশিক্ষার বিস্তারিত না জেনে থাকেন, তবে অবশ্যই আপনার তা জেনে নেওয়া উচিত। ইউনিভার্সিটি অব অসলো নরওয়ের সেরা বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে অন্যতম।

পরিচিতিঃ

ইউনিভার্সিটি অব অসলো ১৮১১ সালের ২ সেপ্টেম্বর প্রতিষ্ঠা লাভ করে। তবে ১৩৩৯ সাল পর্যন্ত বিশ্ববিদ্যালয়টি রয়্যাল ফ্রেডেরিক বিশ্ববিদ্যালয় (The Royal Frederick University) নামে পরিচিত ছিল। নরওয়ের প্রাচীনতম বিশ্ববিদ্যালয়টি দেশটির রাজধানী অসলোতে অবস্থিত। বিশ্ববিদ্যালয়টির প্রতিষ্ঠাতা ডেনমার্কের ফ্রেডরিক ভিআই (Frederick VI of Denmark). Qs University Ranking এ বিশ্ববিদ্যালয়টির অবস্থান ১১৩তম হলেও ইউরোপে ইউনিভার্সিটি অব অসলোর অবস্থান ৩৯তম। তবে নরওয়ের সেরা ৫টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে এটির অবস্থান প্রথম। দ্বিতীয় অবস্থানে রয়েছে ইউনিভার্সিটি অব বারগেন।

বিশ্ববিদ্যালয়টিতে ৮ টি ফ্যাকাল্টি রয়েছে। প্রতেকটি ফ্যাকাল্টির অধীনে অনেকগুলো ডিপার্টমেন্ট রয়েছে। ইংরেজিতে মাস্টার্সে প্রায় ৭০টি কোর্স বা প্রোগ্রাম রয়েছে। পিএইচডির জন্য রয়েছে প্রায় ৮টি স্টাডি প্রোগ্রাম। ইউনিভার্সিটি অব অসলোতে ৩টি লাইব্রেরি রয়েছে। এছাড়াও বিশ্ববিদ্যালয়টিতে ২টি মিউজিয়াম রয়েছে।

ফ্যাকাল্টিসমূহ

⚫ Faculty of Humanities 

⚫ Faculty of Law

⚫ Faculty of Mathematics and Natural Sciences 

⚫ Faculty of Medicine

⚫ Faculty of Dentistry

⚫ Faculty of Social Science

⚫ Faculty of Theology

⚫ Faculty of Educational Sciences

যতগুলো ডিপার্টমেন্ট রয়েছেঃ

➤  Department of Archaeology, Conservation and History

➤ Department of Culture Studies and Oriental Languages

➤ Department of Philosophy, Classics, History of Art and Ideas

➤ Department of Philosophy, Classics, History of Art and Ideas

➤ Department of Literature, Area Studies and European Languages

➤ Department of Linguistics and Scandinavian Studies

➤ Department of Media and Communication

➤ Department of Musicology

➤ Department of Criminology and the Sociology of Law

➤ Department of Private Law

➤ Department of Public and International Law

➤ Department of Biosciences

➤ Department of Pharmacy

➤ Institute of Theoretical Astrophysics

➤ Department of Physics

➤ Department of Informatics

➤ Department of Geosciences

➤ Department of Chemistry

➤ Department of Mathematics

➤ Department of Technology Systems

➤ Institute of Health and Society

➤ Institute of Basic Medical Sciences

➤ Institute of Clinical Medicine

➤ Institute of Oral Biology

➤ Institute of Clinical Dentistry

➤ Department of Sociology and Human Geography

➤ Department of Political Science

➤ Department of Psychology

➤ Department of Social Anthropology

➤ Department of Economics

➤Department of Teacher Education and School Research

➤ Department of Special Needs Education

➤ Department of Education

ইংরেজিতে যতগুলো মাস্টার্স প্রোগ্রাম রয়েছেঃ

  1. Asia and the Middle East Studies
  2. Assessment, Measurement, and Evaluation
  3. Astronomy
  4. Biodiversity and Systematics
  5. Bioscience
  6. Chemistry
  7. Classical Studies
  8. Computational Science
  9. Data Science
  10. Development, Environment and Cultural Change
  11. Economics
  12. Electrical Engineering, Informatics, and Technology
  13. Entrepreneurship and Innovation Management
  14. Environmental Humanities and Sciences (master’s supplement)
  15. European Languages
  16. European Master in Health Economics and Management
  17. Fluid Mechanics
  18. Gender Studies
  19. Geosciences
  20. Global-MINDS
  21. Health Economics, Policy and Management
  22. Higher Education
  23. Human Geography
  24. Ibsen Studies
  25. Informatics: Design, Use, Interaction
  26. Informatics: Digital Economics and Leadership
  27. Informatics: Information Security
  28. Informatics: Language Technology
  29. Informatics: Programming and System Architecture
  30. Informatics: Robotics and Intelligent Systems
  31. Information and Communication Technology Law
  32. International Community Health
  33. Linguistics
  34. Maritime Life
  35. Materials Science for Energy and Nanotechnology
  36. Mathematics
  37. Media Studies
  38. Political Communication
  39. Modern International and Transnational History
  40. Music, Communication, and Technology
  41. Musicology
  42. North Sea Energy Law
  43. Peace and Conflict Studies
  44. philosophy
  45. physics
  46. Psychology
  47. Public International Law
  48. Religion and Diversity: Conflict and Coexistence
  49. Religious Roots of Europe
  50. Renewable Energy Systems
  51. Screen Cultures
  52. Social Anthropology
  53. Special Needs Education
  54. Stochastic Modelling, Statistics and Risk Analysis
  55. Theory and Practice of Human Rights
  56. Viking and Medieval Norse Studies
  57. Viking and Medieval Studies

যতগুলো পিএইচডি প্রোগ্রাম রয়েছেঃ

  1. PhD at The Faculty of Dentistry
  2. PhD at the Faculty of Educational Sciences
  3. PhD at The Faculty of Law
  4. PhD at The Faculty of Mathematics and Natural Sciences
  5. PhD at The Faculty of Theology
  6. PhD in medicine and health sciences
  7. PhD in Social Science
  8. PhD in the Humanities

প্রায় ২৮,০০০ এর বেশি ছাত্রছাত্রী রয়েছে ইউনিভার্সিটি অব অসলোতে। এছাড়াও বিশ্ববিদ্যালয়টিতে প্রায় ৭,০০০ কর্মচারী রয়েছে। বিশ্ববিদ্যালয়টিতে প্রতি বছর অসংখ্য ইন্টারন্যাশনাল স্টুডেন্ট অবেদন করে থাকে। এত এত অবেদনকারীদের মধ্যে ৫ থেকে ৬% ছাত্রছাত্রীদের অবেদন গ্রহণ করে থাকে। যা সাধারনত কম বেশি হয়ে থাকে।

আবেদন প্রক্রিয়া ও যোগ্যতাঃ

নরওয়ের আবেদন প্রক্রিয়া একটু ভিন্ন। বিশ্ববিদ্যালয়টিও তার ব্যতিক্রম নয়। আবেদনের সময় আপনাকে বাংলাদেশি টাকায় প্রায় ১২ লাখ ৩৫ হাজার টাকার মত ব্যাংক স্টেটমেন্ট দেখাতে হবে। অথবা আপনাকে কেউ স্পন্সর করতে হবে এবং সেই স্পন্সরের ডকুমেন্ট লাগবে। এছাড়া দেশটিতে আপনার কোন জব কান্ট্রাক্ট থাকলেও চলবে। এইখানে আবেদনের ক্ষেত্রে আইএলটিএস স্কোর সাধারনত ৬.৫ চেয়ে থাকে। তবে কিছু কিছু কোর্সের ক্ষেত্রে তা ৭.৫ লাগে। এছাড়াও অন্যান্য টেস্টের রেজাল্টও গ্রহণ করে থাকে বিশ্ববিদ্যালয়টি।

যেসকল কোর্সের ক্ষেত্রে আইএলটিএস ৭.৫ লাগে

  • English Literature
  • American and British Studies
  • English Language and Linguistics

ইউনিভার্সিটি অব অসলো নিজস্ব পোর্টালের মাধ্যমে আবেদন গ্রহণ করতে থাকে। বিশ্ববিদ্যালয়য়ের অ্যাপ্লিকেশন পোর্টালে অ্যাকাউন্ট খুলে ডেডলাইনের পূর্বেই সকল ডকুমেন্টস আপলোড করতে হবে। আপনি ২টি কোর্স বা প্রোগ্রামে আবেদন করতে পারবেন। ইউনিভার্সিটি অব অসলোতে আবেদন শুরু হয় প্রতি বছরের অক্টোবর মাসের ১৯ তারিখ। যার ডেডলাইন সাধারনত ১ ডিসেম্বর পর্যন্ত থাকে। মজার বিষয় হচ্ছে আপনি ১৩ এপ্রিল আপনার রেজাল্ট পেয়ে যাবেন। তবে কোর্স বা ক্লাস শুরু হয় আগস্ট মাসে।

টিউশন ফিঃ

বিশ্ববিদ্যালয়টিতে কোন প্রকার টিউশন ফি নেই। তবে প্রতি সেমিস্টারে সেমিস্টার ফি দিতে হয়। সেমিস্টার ফি সাধারনত ৬০০ নরওয়েজীয় ক্রোন হয়ে থাকে। যা বাংলাদেশি টাকায় প্রায় ৬,০০০ টাকা।

পার্ট টাইম জবের সুযোগঃ

নরওয়েতে ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা সাধারনত সপ্তাহে ২০ ঘন্টা কাজের সুযোগ পেয়ে থাকেন। ইউনিভার্সিটি অব অসলোতে পার্ট টাইম কাজের সুযোগ রয়েছে যা সপ্তাহে ২০ ঘন্টা এবং ছুটির দিনে সপ্তাহে ৪০ ঘন্টা কাজের সুযোগ পেয়ে থাকেন। প্রতি দিন ২/৩ ঘন্টা কাজ করেও মাসে একজন স্টুডেন্ট প্রায় ৭০০/৮০০ নরওয়েজীয় ক্রোন আয় করে থাকেন। যা শহর, ব্যক্তি ভেদে কম বেশি হতে পারে।

লিখেছেনঃ নাজমুল হাসান

আপনার যেকোন প্রকার জিজ্ঞাসা করতে পারেন আমাদের ফেসবুক গ্রুপে-

Nazmul Hasan

Assalamu Alaikum. This is Nazmul Hasan. I am from Bangladesh. I am Civil Engineering Student. I love to share information about higher studies and immigrants. Because many students fail to fulfill their dream of higher education only due to a lack of information

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *